জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও
সমবামন্ত্রণালয়ের অধিনে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাহার প্রধান কর্যালয় ঢাকায় অবস্থিত
এবং প্রতিটি ভেীগলিক বিভাগে একটি করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় আছে। মাঠ
পর্যায়ে প্রতিটি জেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এবং উপজেলায় উপসহকারী প্রকৌশলীর
কর্যালয় আছে, তার অংশ হিসাবে উপসহকারী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তর রাজশাহী জেলার অর্ত্মভু্ক্ত চারঘাট উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত।
সেবা/ধাপ সমূহঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের স্থানীয়
সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই
অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ে জনগোষ্ঠির কাছে নিরাপদ সুপেয় পানি
সরবরাহ করা, গ্রামীণ জনগোষ্ঠির জন্য স্যানিটারী ল্যাট্রিনের ব্যবস্থা করা, স্বাস্থ্যবিধী,ব্যক্তিগত
১। পানির উৎসের স্থান নির্বাচন,সহায়ক চাঁদা সংগ্রহ ও সরকারী খাতে জমা প্রদান।
২। কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের কাজ পরিদর্শন এবং সময় মত সমেত্মাষজনক ভাবে নলকুপ স্থাপন।
৩। স্থাপিত নলকুপ/পানির উৎসের আর্সেনিকের উপস্থিতি পরীক্ষাকরন।
৪। ঠিকাদার কর্তৃক স্থাপিত নলকুপের মাপ গ্রহণ ও বিল প্রস্ত্তত এবং সমাপ্তি প্রতিবেদন প্রস্ত্তত করন।
৫। নলকুপের তত্ত্বাবধায়ক ও উপভোগকারীদের প্রশিক্ষন প্রদান এবং প্রাপ্ত যন্ত্রপাতি বিতরন।
৬। বিদ্যমান নলকুপ মেরামতের জন্য সরকারী মূল্যে খুচরা যন্ত্রাংশ বিক্রয় ও বিক্রয়লব্ধ টাকা সরকারী খাতে জমা করন।
৭। বিদ্যমান নলকুপ অধিদপ্তরীয় মেকানিক দ্বারা মেরামত কাজ সম্পর্নকরন।
৮। পানির উসৎ নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
৯। উর্দ্ধতন কর্মকর্তার/স্থানিয় প্রশাষনের নিদের্শে মাঠ পর্যায়ে পানিয়জল ও স্যানিটেসনের বর্তমান অবস্থা জরিপ করন।
১০। অধিদপ্তরীয় জনবল দ্বারা রিং স্লাব তৈরী,সংরক্ষন,সরকারী মুল্যে বিক্রয় ও বিক্রলব্ধ টাকা সরকারী খাতে জমা প্রদান।
১১। স্যানিটেশন কভারেজ বৃদ্ধি করার জন্য স্থানীয় প্রসাশনের মাধ্যমে এডিপির অর্থে বিতরনকৃত রিং ও স্লাব দ্বারা স্থাপিত সল্পব্যযী
পায়খানা পরিদর্শন ও পরামর্শ প্রদান।
১২। স্থানীয় প্রশাষনের সহযোগিতায় স্যানিটেসন বিষয়ে উদ্ভুদ্ধকরন সভা ও স্যানিটেশন মাস উদযাপনের ব্যবস্থাকরন।
১৩। ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সহ স্বাস্থ্যবিধী প্রচার করন।
১৪। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দেশিত সরকারের অন্যান্য কাজ বাসত্মবায়নের সহযোগিতা প্রদান।
১৫। দপ্তরীয় প্রশাসনিক কাজ পরিচালনা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS