Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা

সেবা প্রাপ্তির নাম

সেবার ধরন      

নিয়মাবলী

মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা

মাসিক ২০০০/- হারে এই ভাতা প্রদান করা হয়।

১. মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় হতে সচিব এবং দায়িত্ব  প্রতিমন্ত্রীর স্বাক্ষরীত সনদ পত্রধারী,

২. এ পর্যন্ত জাতীয় ভাবে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের ৪ তালিকায় যাঁর কমপক্ষে দুই তালিকায় নাম অর্ন্তভূক্ত রয়েছে।

৩.অথবা মুক্তিযোদ্ধা গ্রেজেট,বিশেষ গেজেট।মুক্তিবার্তায় যাদের নাম অর্ন্তরভূক্ত রয়েছে।

৪.সসস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত ।

৫.অথবা পরবর্তীয় যাচাই বাছাই  গেজেট রোটিফিকেশনের যাদেন নাম প্রকাশ তারাই ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।

৬. উপজেলা কমিটি  এসশর্ত প্যরন করে  বরাদ্দানুযায়ী আলিকা  জেলায় পাঠায়।

৭. জেলা কমিটি অনুমোদন দিলে একজন মুক্তিযোদ্ধা সন্মানী ভাতার জন্য নির্বাচিত হন।

বয়স্ক ভাতা

মাসিক ৩০০/- হারে এই ভাতা

প্রদান করা হয়

১. সর্বনিম্ন ৬৫বছর বয়স্ক হতে হবে

২. বার্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০/- টাকা হতে হবে।

৩. নিঃস্ব, উদ্বাস্ত্ত ও র্ভমি^হীনগন কে ক্রমানুসারে অগ্রাধিকার দেওয়া হবে

৪. ওয়ার্ড কমিটি নিতীমালান আলোকে প্রার্থী তালিকা  প্রনয়ন করবে এবং উপজেলা কমিটি চুড়ান্ত আনূমোদন দিয়ে বয়স্ক ভাতাভোগী নির্বাচন করবে।

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

মাসিক ৩০০/- টাকা হারে এই ভাতা প্রদান করা হয়।

১. ভাতা প্রাপককে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে।

২. মাথাপিছু বার্ষিক আয় ২৪,০০০/- টাকার উর্দ্ধে নয় এমন প্রতিবন্ধী হতে হবে।

৩. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪. বয়স কম পক্ষে ০৬ বছর হতে হবে।

৫. বাছাই কমিটি কর্তৃক নির্বচিত হতে হবে।

এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধদের পূর্নবাসন কার্যক্রম

এসিডদগ্ধ ও শারীরিক প্রবন্ধীদের পূর্নবাসনের জন্য ৫০০০/- হতে ১৫০০০/- পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়

১. লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত হতে হবে।( দরিদ্রতম ব্যক্তিগন অগ্রাধিকার পাবেন।

২. স্কীমসহ ঋণের জন্য আবেদন করতে হবে।

৩. কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক ঋণ মঞ্জুর হতে হবে।

৪. ঋণ গ্রহন ও পরিশোধের শর্তাবলী সম্বলিত চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

পল্লী সমাজসেবা কার্যক্রম

ভূমিহীন কৃষক,বেকার শ্রমিক,মজুর,যুবক,দুঃস্থ মহিলা  তভা দারিদ্রসীমার নীচে অবস্থানরত পরিবার। নির্ধারিত গ্রাম জনগোষ্টির  আর্থ-সামাজিক উন্নয়নে  দলভিত্তিক ৫০,০০০/- থেকে ১০০,০০০/- পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

১. গ্রাম কমিটির মাধ্যমে পরিবার নির্বাচন ও সুপারিশ।

২. এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত হতে হবে।

বেসরকারী এতিমখানা সমূহে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান।

বেসরকারী এতিমখানা সমূহে এতিম প্রতি ১০০০/- টাকা ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করা হয়।

 

১. রেজিষ্ট্রেশন প্রাপ্ত বেসরকারী এতিমখানা সমূহ সরকারী নীতিমালার শর্ত পূরন সাপেক্ষে ক্যাপিটেশন গ্র্যাটের জন্য আবেদন করতে পারে।

প্রবেশন কার্যক্রম

কারাবন্ধী শিশুদের মুক্তির ব্যবস্থা করে। সংশোধনী কেন্দ্রের মাধ্যমে তাদের নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা হয়।

কারাবন্দী শিশুদের ব্যপারে প্রবেশন অফিসারকে অবহিত করতে হবে।